web analytics

LYRIC

ekta goponkotha chilo bolbar
bondhu shomoy hobe ki tomar
ekbar shune bhule jeyo barbar
bhuleo kauke bolo na abar

mukhe bhalobashi na bole
monete prem niye chole ache onekei
etodin chilo shadharon tar majhe
ekjon jake aj boro alada lage

mon adharer nilimai,
tomakei aaj khujte chai
jani na, kothai, pabo tomai
ekbar eshe dekho amai.

Bhebechi tai ebar, ja kichu hobe hobar, Bhul tobu kore shikar,
porajoy mene niye, Shobkichu bole diye, Chaibo amar odhikar,
Kopale ja ache lekha, mone jodi pai o betha, dekhe nibo ami er shesh,
Mitthe obhinoy, ar noy ar noy, Ei bhalo achi ei besh..

Mon adharer nilimay,
Tomakei aaj khujte chay,
Janina kothay pabo tomay,
Ekbar eshe dekho amay.

Protidin e goli o golite ghuroghuri kete jay shomoy , ashe raat,
Meyeta baka kore chul badhe prem kore dekho, cheletao pore full hata shirt,
Ei dekhe hashahashi, Gaantake bhalobashi , ei bhalo achi ei shopno amar,
Kokhono bujhini jeta, eta chilo shuchona achhe baki shopner uposhonghar.

Comments

comments

Translated Version

একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বারবার, ভুলেও কাউকে বলোনা আবার
মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আজ অনেকেই
এতদিন ছিলো সাধারণ তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন আঁধারের নীলিমায়, তোমাকেই আজ খুঁজতে চায়
জানিনা কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো আমায়

ভেবেছি তাই এবার, যা কিছু হবে হবার, হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে চাইবো আমার অধিকার
কপালে যা আছে লেখা, মনে যদি পাইও ব্যাথা দেখে নেব আমি এর শেষ।
মিথ্যে অভিনয় আর নয়, আর নয়, এই ভালো আছি এই বেশ।

মন আঁধারের নীলিমায়, তোমাকেই আজ খুঁজতে চায়
জানিনা কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো আমায়

প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরোঘুরি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে দেখ ছেলেটাও পড়ে ফুল হাতা শার্ট।

এইদেখে হাসাহাসি, গানটাকে ভালোবাসি এই ভালো আছি এই স্বপ্ন আমার
কখনও বুঝিনি যে তা, এটা ছিল সূচনা, আছে বাকি স্বপ্নের উপসংহার

মন আঁধারের নীলিমায়, তোমাকেই আজ খুঁজতে চায়
জানিনা কোথায় পাবো তোমায়, একবার এসে দেখো আমায়

Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT