LYRIC
Jete jete ekla pothe
Nibeche mor bati
Jhor esheche ebar
Jhor ke pelum shathi
Akash kone shorboneshe
Khone khone utche heshe
proloy amar kreshe beshe
Korche matamati
Je poth diye jetechilem
Vuliye dile tare
Abar kotha cholte hobe
Gobhir ondhokare
Bujhi ba ei bojrorobe
Notun pother barta kobe
Kon puri te giye tobe
Probhat hobe raati
Comments
Translated Version
যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি।
ঝড় এসেছে, ওরে, এবার
ঝড়কে পেলেম সাথি।
আকাশ-কোণে সর্বনেশে
ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে
করছে মাতামাতি।
যে পথ দিয়ে যেতেছিলেম
ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে
গভীর অন্ধকারে।
বুঝি বা এই বজ্ররবে
নূতন পথের বার্তা কবে,
কোন্ পুরীতে গিয়ে তবে
প্রভাত হবে রাতি।
No comments yet