LYRIC
Comments
Translated Version
ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে,বন্দক রেখেছিলাম প্রেমের কাছে...
রোদের আদরে যত তীব্রতা আছে,
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে...
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে,
ভালোবেসে আমার নিহন তাকে...
দুঃস্বপ্নে দুচোখ শাস্তি যাবজ্জীবন,
কি করে ভুলি রাজকন্যাকে...
কেন করলে এরকম,বল...
কেন করলে এরকম...
ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে,
বন্দক রেখেছিলাম প্রেমের কাছে...
রোদের আদরে যত তীব্রতা আছে,
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে...
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে,
ভালোবেসে আমার নিহন তাকে...
কেন করলে এরকম,বল...
কেন করলে এরকম...
আজ নকল লাগে সব সুখের কাহিনী,
দীর্ঘশ্বাস দীর্ঘযামিনী,
নতুন পরিচয় বাড়ে শুধুই গ্লানি,
হাতড়ায়,হাত ছুঁতে চায় যাকে চিনি...
উফ্,কতদিন তোমাকে দেখিনি,
দেখতেও চাইনা এ কথা মিথ্যে নয়,
আসলে জীবন বলে সত্যি কিছু নেই,
জীবন জীবিত থাকার অভিনয়...
কেন করলে এরকম...
No comments yet