LYRIC
shedino akashe chilo chad ridoyer bondore chile tumi
aj amar akashe ek rash kalo meghs ridoy ta dhudhu morubhumi(2)
hay prem keno ashe ai ridoyer pashe
keno mon hariye jay birohe
bidayi jochhonate boshe thaka
shopno tuli diye chhobi aka(2)
sriti gulo tumi muchhe dile ek nimishe
nisshobdo artonad niye pore achi eka ami
bedonar brishti jhore moner gobhire jante pabena kobhu tumi
Comments
Translated Version
সেদিনও আকাশে ছিল চাঁদহৃদয়ের বন্দরে ছিলে তুমি
আজ আমার আকাশে এক রাশ কালো মেঘ
হৃদয়টা ধু ধু মরুভুমি।।
হায় প্রেম কেন আসে এই হৃদয়ের পাশে
কেন মন হারিয়ে যায় বিরহে
বিদায়ী জোছনায় বসে থাকা
স্বপ্ন তুলি দিয়ে ছবি আঁকা।
স্মৃতিগুলো তুমি মুছে দিলে এক নিমেষে
নিঃশব্দ আর্তনাদ নিয়ে পড়ে আছি একা আমি
বেদনার বৃষ্টি ঝরে মনের গভীরে
জানতে পাবে না কভু তুমি
হায় প্রেম কেন আসে এই হৃদয়ের পাশে
কেন মন হারিয়ে যায় বিরহে।।
No comments yet