web analytics

LYRIC

D…..G…………Em…….A
Tumi ashle abar onno rup-e
D . . .G . . . . . . . Em . . . A
Tumi bhashle bhalo amare

Chorus:

D……..A……..D………………A
Amar ei gaan Shudhu tomai niye
D……..G………………….. Em
Amar ei mon shudhu Tomai bhaabe
D………..A….D…..A
Tobuo Keno Tumi kado
D…….G. . . . . .Em
Eito ami Cheye dekho

Verse 2 (same chords as verse 1):

Tumi nile amai apon kore
Ek rash bhalobasha buke niye

Repeat Chorus

Ami to tomar-ee jonno
Geye jabo gaan
Amar ei ridoyer majhe (x2)
Shudhu tomar naam

Repeat chorus
D…..G…………Em…….A
Tumi ashle abar onno rup-e
D . . .G . . . . . . . Em . . . A . . D
Tumi bhashle bhalo amare

Comments

comments

Translated Version


তুমি আসলে আবার অন্য রূপে,
তুমি বাসলে ভালো আমারে।
তুমি আসলে আবার অন্য রূপে,
তুমি বাসলে ভালো আমারে

আমার এ গান শুধু তোমায় নিয়ে,
আমার এ মন শুধু তোমায় ভাবে।
তবুও কেন তুমি কাঁদো,
এইতো আমি চেয়ে দেখ।

তুমি নিলে আমায় আপন করে,
এক রাশ ভালোবাসা বুকে নিয়ে।
তুমি নিলে আমায় আপন করে,
এক রাশ ভালোবাসা বুকে নিয়ে।

আমার এ গান শুধু তোমায় নিয়ে,
আমার এ মন শুধু তোমায় ভাবে।
তবুও কেন তুমি কাঁদো,
এইতো আমি চেয়ে দেখ।

আমিতো তোমারই জন্য
গেয়ে যাব গান,
আমার এই হৃদয়ের মাঝে
শুধু তোমার নাম।

আমিতো তোমারই জন্য
গেয়ে যাব গান,
আমার এই হৃদয়ের মাঝে
শুধু তোমার নাম।

আমার এ গান শুধু তোমায় নিয়ে,
আমার এ মন শুধু তোমায় ভাবে।
তবুও কেন তুমি কাঁদো,
এইতো আমি চেয়ে দেখ।

তুমি আসলে আবার অন্য রূপে,
তুমি বাসলে ভালো আমারে।

Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT