LYRIC
Comments
Translated Version
সাগরের ঢেউ বলে তীর পেয়েছিআকাশের পাখি বলে নীড় পেয়েছি
এই মন বলে-
আমি সুখী হয়েছি সুখী হয়েছি।।
একদিন দুটি চোখে স্বপ্ন ছিল
তোমাকে পেয়ে তা সত্যি হল
একদিন এ জীবনে আশা ছিল
তোমাকে পেয়ে তা পূর্ণ হল
আর কোন বাঁধা নেই
আর কোন জবাব নেই
সবি যেন পেয়ে গেছি।
আ আ আ আ ও ও ও ও
জীবনের যে এত সুখ
জানা ছিলনা;
মরণেও তুমি মোরে
ছেড়ে যেওনা
ও ও বন্ধন খুলে কভু যেওনাকো
চিরদিন আমাকে বুকে রেখো
আর কথা বলা নেই
আর পথে চলা নেই
ঠিকানা যে খুঁজে পেয়েছি।
No comments yet