web analytics

LYRIC

Comments

comments

Translated Version

তুমি যেমনই নুপূর হও
বাঁশি ডাকলে তোমায়
বাজতেই হবে
ও মনে রেখ
হও যত না দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায়
ঝরতেই হবে
ও জেনে রেখ।।

তুমি মাটির ঘরেই থেকে
যদি মাটির প্রদীপই হও,
হও ময়ূর মহল জুড়ে
যদি ঝাড় বাতি হয়ে রও।

তবু ছড়াতে গেলে এই আলো-
কোন আগুনে তোমায়
পুড়তেই হবে
ও মনে রেখ।।

হও যতই না দূরের মেঘ
মাটি ডাকলে তোমায়
ঝরতে হবে
ও জেনে রেখ ও ও

যত সহজে সরলভাবে
তুমি যত সাধারণই হও,
হও অপরূপে রূপে তুমি
যদি প্রতিমা হয়েই রও।

তবু ভাল যে বাসতে গেলে
কোন ব্যথায় তোমায়
কাঁদতেই হবে
ও মনে রেখ।।

হও যতনা দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে
ও জেনে রেখ ও।।

Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT