LYRIC
Comments
Translated Version
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম সুন্দরি দেখ না, ললনাকে দেখ না। -হে – হে --
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম সুন্দরি দেখ না,
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম মাধবিকে দেখ না,
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম লোনাঝোনা দেখ না,
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম ললনাকে দেখ না।
সুন্দরি দেখে দেখে নিজেরি অন্তরে দুঃখকে একা একা এঁকো না – ২
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম সুন্দরি দেখ না, মাধবিকে দেখ না, লোনাঝোনা দেখ না, ললনাকে দেখ না।
স্বপ্নের পুকুরে একা একা তুমি তার কথা ভেবে ডুব দিও না,
ব্যাকুল ঠোটের আকুল উঠনে আর কারো চুম্বন চেয়ো না।
সুন্দরি দেখে দেখে নিজেরি অন্তরে দুঃখকে একা একা এঁকো না – ২
দুঃখ-কে একা একা এঁকো না।
বার মাস খরা যাবে,
ঠোটেদের চাষাবাদ হবে না।
দুজনের দুটি দেহ পড়ে রবে দূরে, বৃষ্টির জলে আর ভিজবে না।
সুন্দরি দেখে দেখে নিজেরি অন্তরে দুঃখকে একা একা এঁকো না – ২
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম সুন্দরি দেখ না,
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম মাধবিকে দেখ না,
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম লোনাঝোনা দেখ না,
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম ললনাকে দেখ না।
সুন্দরি দেখে দেখে নিজেরি অন্তরে দুঃখকে একা একা এঁকো না – ২
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম সুন্দরি দেখ না, মাধবিকে দেখ না, লোনাঝোনা দেখ না, ললনাকে দেখ না।
No comments yet