web analytics

LYRIC

Amar nai re bari naire ghor Naire ghorer chaad
Asman amar ghorer chauni Ghorer batti chad
Dukkhe kator ami pathor Jhorai dui chokher jol
Oporadhi ami doyal bujhinai re taar chol
Aporadhi ami doyal bujhinai re taar cholDibanishi buker vitor kosto rakhi chepe
Tomar kache bichar dile,
arosh uthbe kepe doyal arosh uthbe kepe
Buker vitor jole amar saddo chokher onol
Bhalobashi konodino bolbo na aar mukhe
Valobashar daaye ami,
purchi dhuke dhuke hey doyal purhi dhuke dhuke
Baaner sroter moto amar dui chokhe naame dhal

Comments

comments

Translated Version

আমার নাইরে বাড়ি নাইরে ঘর,
নাইরে ঘরের ছাদ।
আসমান আমার ঘরের ছাউনি,
ঘরের বাত্তি চাদ।

দুঃখে কাতর আমি পাথর,
ঝরাই দুই চোখের জল।
অপরাধী আমি দয়াল বুঝিনাইরে তার ছল,
অপরাধী আমি দয়াল বুঝিনাইরে তার ছল।

দিবানিশি বুকের ভিতর কষ্ট রাখি চেপে
তোমার কাছে বিচার দিলে,
আরশ উঠবে কেঁপে দয়াল আরশ উঠবে কেঁপে।

বুকের ভিতর জলে আমার সাদ্য চোখের অনল
অপরাধী আমি দয়াল বুঝিনাইরে তার ছল,
অপরাধী আমি দয়াল বুঝিনাইরে তার ছল।

ভালোবাসি কোনোদিনও বলবো না আর মুখে
ভালোবাসার দায়ে আমি,
পুড়ছি ধুকে ধুকে হে দয়াল পুড়ছি ধুকে ধুকে।

বানের স্রোতের মতো আমার দুই চোখে নামে ঢল
অপরাধী আমি দয়াল বুঝিনাইরে তার ছল,
অপরাধী আমি দয়াল বুঝিনাইরে তার ছল।

আমার নাইরে বাড়ি নাইরে ঘর,
নাইরে ঘরের ছাদ।
আসমান আমার ঘরের ছাউনি,
ঘরের বাত্তি চাদ।

দুঃখে কাতর আমি পাথর,
ঝরাই দুই চোখের জল।
অপরাধী আমি দয়াল বুঝিনাইরে তার ছল,
অপরাধী আমি দয়াল বুঝিনাইরে তার ছল।

Added by

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT