LYRIC
Ondhokarer Sheshe Aalo Dekhar Ashay
Chokh Buje Shopno Dekhar Chesta Ki Tomar?
Majhraate Ghumer Majhe Dushopner Chitkaar
Lagche Kamon Hote Amr Shafoller Shikar
Cheye Chile Akte Alpona Amr Rokto Diye
Cheye Chile Chute Oi Neel Akash Amay Chure Diye� Ondhokaar E
Vebechile Shokichu Hobe Shohoj
Nirjole Korbe Shobai K Bosh
Tomar Ostitto Mor Payer Niche
Khelar Sesh Ta Hobe Aj Ekhan E
Tomar Sesh Gutir Chal Ta Hoye Gelo Kamon Jeno
Shopno Ar Bastobotar Majhe Ki Mosto Fatol
Tomar Joto Ovinoy Ar Shochta Kanna
Shunio Tomar Bibek Ta K Shamne Dhore Ayna
Cheye Chile Akte Alpon
a Amr Rokto Diye
Cheye Chile Chute Oi Neel Akash Amay Chure Diye� Ondhokaar EVebechile Shokichu Hobe Shohoj
Nirjole Korbe Shobai K Bosh
Tomar Ostitto Mor Payer Niche
Khelar Sesh Ta Hobe Aj Ekhan E
Comments
Translated Version
অন্ধকারের শেষে আলো দেখার আশায়
চোখ বুজে স্বপ্ন দেখার চেষ্টা কি তোমার?
মাঝরাতে ঘুমের মাঝে দুঃস্বপ্নের চিৎকার
লাগছে কেমন হতে আমার সাফল্যের শিকার
চেয়েছিলে আঁকতে আলপনা আমার রক্তে
ছুঁতে ওই নীল আকাশ, আমায় ছুঁড়ে ফেলে...অন্ধকারে
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে করবে সবাইকে বশ
তোমার অস্তিত্ব মোর পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে
তোমার শেষ গুটির চালটা হয়ে গেল কেমন যেন
স্বপ্ন আর বাস্তবতার মাঝে কি মস্ত ফাটল?
তোমার যত অভিনয় আর সস্তা কান্না
শুনিয়ো তোমার বিবেকটাকে সামনে ধরে আয়না
চেয়েছিলে আঁকতে আলপনা আমার রক্তে
ছুঁতে ওই নীল আকাশ, আমায় ছুঁড়ে ফেলে...অন্ধকারে
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে করবে সবাইকে বশ
তোমার অস্তিত্ব মোর পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে করবে সবাইকে বশ
তোমার অস্তিত্ব মোর পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে
No comments yet