web analytics

LYRIC

Icche kore likhi ekta gaan
jeno shob ichche gulo khuje nebe praan
urbor mostishker aalshemi
naaki shishutosh hridoye chaara dei paaglaami?
Daana mele oi dur aakashe urey beraate chaai
shurjaaster aalote shesh ekta baar oi thot chute chaai
uttaal shomudrer otole haariye mukto kurote chaai
uttor meru kone borof ghore boshe robi thakur porte chaai
roktakkhore tomar chinho buke khodaai korte chaai
Icche kore likhi ekta gaan
jeno shob icche gulo khuje nebe praan
gohin oronne durbaar shahosh niye hingsrotaar aashshad chaai
moruvumir rode pure giye neel node eka vijte chaai
gupto dhoner khoje naabik hoye maastule boshte chaai
shaat shomuddur ter� nodi paari diye abar ghore firte chai
hate gona kota jiboner obotar hote chai
protita khudharto manusher ovishap tulte chai
kacher manush guloke valobashi ekbar kor� bolte chai
dhormo juddher manush gulor mone shompreeti dekhte chai
protita srishtike shathe niye shorge jete chai

Comments

comments

Translated Version

ইচ্ছে করে লিখি একটা গান
যেন সব ইচ্ছেগুলো খুঁজে নেবে প্রাণ
উর্বর মস্তিষ্কের আলসেমি
নাকি শিশুতোষ হৃদয়ে চাড়া দেয় পাগলামি

ডানা মেলে ঐ দূর আকাশে উড়ে বেড়াতে চাই
সূর্যাস্তের আলোতে শেষ একটাবার ঐ ঠোঁট ছুঁতে চাই
উত্তাল সমূদ্রের অতলে হারিয়ে মুক্তো কুড়োতে চাই
উত্তর মেরু কোণে বরফ ঘরে বসে রবি ঠাকুর পড়তে চাই
রক্তাক্ষরে তোমার চিহ্ন বুকে খোদাই করতে চাই

ইচ্ছে করে লিখি একটা গান
যেন সব ইচ্ছেগুলো খুজে নেবে প্রাণ
গহীন অরণ্যে দুর্বার সাহস নিয়ে হিংস্রতার আস্বাদ চাই
মরুভূমির রোদে পুড়ে গিয়ে নীলনদে একা ভিজতে চাই
গুপ্তধনের খোঁজে নাবিক হয়ে মাস্তুলে বসতে চাই
সাতসমুদ্দুর তেরনদী পাড়ি দিয়ে আবার ঘরে ফিরতে চাই
হাতেগোনা ক’টা জীবনের অবতার হতে চাই
প্রতিটা ক্ষুধার্ত মানুষের অভিশাপ তুলতে চাই
কাছের মানুষগুলোকে ভালোবাসি, একবার করে বলতে চাই
ধর্মযুদ্ধের মানুষগুলোর মনে সম্প্রীতি দেখতে চাই
প্রতিটা সৃষ্টিকে সাথে নিয়ে স্বর্গে যেতে চাই

Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT