web analytics

LYRIC

Majhe majhe tor kache Fele ashi mon Keno eto chai tore jane na karon Duchokher karsaji mon boleche raji Ki kore ami aar korbo baron Vabnar bondore tor cholachol Valolage shopne ei kolahol Toke akash kore cholechi e poth dhore Hawate shuni tor kothopokothon

Comments

comments

Translated Version

মাঝে মাঝে তোর কাছে ফেলে আসি মন, কেন এতো চাই তোরে জানি না কারণ। দু'চোখের কারসাজি মন বলেছে রাজি, কি করে আমি আর করবো বারণ। মাঝে মাঝে তোর কাছে ফেলে আসি মন, কেন এতো চাই তোরে জানি না কারণ। ভাবনার বন্দরে তোর চলাচল ভালোলাগে স্বপ্নে এই কোলাহল। তোকে আকাশ করে চলেছি এ পথ ধরে হওয়াতে শুনি তোর কথোপকথন। মাঝে মাঝে তোর কাছে ফেলে আসি মন, কেন এতো চাই তোরে জানি না কারণ। প্রতিদিন বেড়ে যায় তোর মায়াজাল প্রেমের ঘোরে আমি হই বেসামাল। তোকে আকাশ করে চলেছি এ পথ ধরে হওয়াতে শুনি তোর কথোপকথন। মাঝে মাঝে তোর কাছে ফেলে আসি মন, কেন এতো চাই তোরে জানি না কারণ।

Added by

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT