web analytics

LYRIC

tomar jongla parer dhakesshori sharir
tomar pc chondrer jhumko kaner dul
aaj 12i may tai shokal theke jonmodiner tora tora ful
tomar shanondar pata theke chire neya
rainyr park er shongshar
tomar shami aaj onekdiner pore tomar ghore niye
hajar bideshi upohar
ei shubho din e nana kaaj er faak e
porche ki mone tomae
ei 12i may tumi chole giyechile jibon theke amar
aaj jao tumi kothay chole roj ratrire
moner bhitor ghumer ghore
tomar shajano shorirer bhetore
mala tumi ke
tumi ke …. ||

tomar kotha bola jeno modhubala
tomar hatachola sofia lauren
toamr gondho bhora shi anay anay
obhinoy oporna shen
brishti ele chole jao jai shalmir
shitkale kodai kanal
domdome namle tomari barite coffee khae imran khan
tomari jonno obiroy bhaider dorja shodai khola
shatar shetar alias frause r dinguli ghera
tobu jao tumi kothao chole
moner bhitor ghumer ghore
tomar shajano shorirer bhetore
mala tumi ke tumi ke …. ||

mone pore ki shei mou lalir mor
busstopete dupurbelae
mone pore ki shei rubirayer gaan shonatam ami tomay
dujoneri chokhe chilo bachar shopno
jebhabe hok jemon kore
chilona je kichui bechar amar
gelam tai je here
aaj rayban diye tumi jotoi dheke rakho chokh
lukote parbena
hentali cinemar pichoner bostir moulalir mala
ami jani tumi kothay jao roj ratrire
moner bhetor ghumer ghore
ami dekhe felechi tomar moner bhetorta
ami chini ami jani tomake .tomake…. ||

Comments

comments

Translated Version

তোমার জঙ্গলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি
তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল
আজ বারোই মে তাই সকাল থেকে
জন্মদিনের তোড়া তোড়া ফুল
তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া রেনী পার্কের সংসার
তোমার স্বামী আজ অনেক দিনের পরে তোমার ঘরে
নিয়ে হাজার বিদেশি উপহার
এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার
এই বারোই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার।

আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?

তোমার কথা বলা যেন মধুবালা, তোমার হাঁটাচলা সোফিয়া লরেন;
তোমার গন্ধ ফরাসী আনায় আনায়, অভিমান অপর্না সেন;
বৃষ্টি এলে চলে যাও জেয়সালমির, শীতকালে গোডাই ক্যানাল;
দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান;
তোমারই জন্য ওবেরয় ভাইদের দরজা সদাই খোলা
সাতার শেখার আলিয়াস ফ্রাসে দিনগুলি ঘেরা

তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে
তোমার সাজানো শরীরের ভেতরে, মালা তুমি কে, তুমি কে?

মনে পড়ে কি সেই মৌলালির মোড় বাসস্টপে দুপুর বেলায়
মনে পড়ে কি সেই রুবি রায়ের গান শোনাতাম আমি তোমায়
দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন যেভাবে হোক যেমন করেই
ছিলনা যে কিছুই বেঁচার আমার গেলাম তাই যে হেরে
আজ রে ব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ লুকোতে পারবে না
এন্টালী সিনেমার পেছনের বস্তির মৌলালির মালা।

আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে, মনের ভেতর ঘুমের ঘোরে
আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটাও
আমি চিনি, আমি জানি তোমাকে, তোমাকে

Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT