LYRIC
tokhon tomar ekush bochor bodhoy
ami tokhon oshtadoshi
lojja jorano chonde ki peyechi
dhora porechilo bhoy ||
goponer prem goponei giyeche
amra dujone kokhon giyechi
ful kuri theke ful jhore gele
mala ki diye gatha hoy ||
tomar pother katay bhebecho
bolteparini tomae bojho
jolchobi bhebe bhul korechile
bhalobasha sheto noy ||
Comments
Translated Version
তখন তোমার একুশ বছর বোধহয়আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি
ধরা পরেছিলো ভয়।
গোপনের প্রেম গোপনে গিয়েছি ঝরে
আমরা দু’জনে কখন গিয়েছি সরে
ফুলঝুড়ি থেকে ফুল ঝরে গেলে
মালা কিসে গাঁথা হয়।
তোমার পথের কাঁটাই ভেবেছ মোরে
বলতে পারিনি তোমার মতন করে
জলছবি ভেবে ভুল করেছিলে
ভালোবাসা সে তো নয়।
তখন তোমার একুশ বছর বোধহয়
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়
লজ্জা জড়ানো ছন্দে এঁকে পেয়েছি
বরাবরই ছিল ভয়।
No comments yet