LYRIC
majhe majhe ghumer ghore
chomke uthi hotath kore
tumi jeno daksho eshe
amar hat ti dhore
harano sathi tumi esho na fire
tomake shara beche thaki ki kore
keno tumi ovimane
hridoy theke harale
eto valobasha dure thele
etota amay kadale
duti chokhe osru jhore
sudhui tumi bihone
keno eto koshto e jibone
jani tomar karone
Comments
Translated Version
এখনো মাঝে মাঝে মাঝ রাতে ঘুমের ঘোরেশুনি তোমার পায়ের আওয়াজ
যেনো তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
এই রাত সেই রাত কেটে গেছে কতো রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কতোনা স্মৃতি
বন্দী মনের কারাগারে||
তুমি চলে গেছো অনেক দূরে এ
ই মনের আঙিনা ছেড়ে
এই প্রান এই মন কেঁদে বলে সারাক্ষন
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসা
একা বেদনারই চরে||
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
কথা, সুর ও সঙ্গীত- ইথুন বাবু
এ্যালবাম- ও প্রিয়া তুমি কোথায়
No comments yet