LYRIC
sudhu tomar karone
shunno nithor ei hridoy amar
sudhu tomar karone
sajano jibone shuru holo hahakar
jege thaka chad ar oi rat
dekhesho amar osru sudhu
birohi plabon tuleshe tufan
vijeshe amar dristi sudhu
kokhono vabini tumi etota kadabe
etotai hoye jabe por
nipun ovinoye nijeri hate
vengesho ei ontor
tobu tomake vule jawa
hoy na amar
ekhono bujhini tumi kiser ashay
bodle gele etotai
koshter sobtuku amake diye
ki sukh khujesho brithai
tobu tomar kothai mone pore barbar
Comments
Translated Version
শুধু তোমার কারনেশূন্য নিথর এই হৃদয় আমার
শুধু তোমার কারনে
সাজানো জীবনে শুরু হল হাহাকার
জেগে থাকা চাঁদ আর ঐ রাত
দেখেছে আমার অশ্রু শুধু
বিরহী প্লাবণ তোলেছে তোফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু ।
কখনো ভাবিনী তুমি এতটা কাদাঁবে
এতটাই হয়ে যাবে পর
নিপুন অভিনয়ে নিজেরি হাতে
ভেঙ্গেছো এই অন্তর
তবু তোমাকে ভুলে যাওয়া হয়না আমার ।
এখনো বুঝিনী তুমি কিসের আশায়
বদলে গেলে এতটাই
কষ্টের সব টুকু আমাকে দিয়ে
কি সুখ খুজেছো বিথায়
তবু তোমার কথাই
মনে পড়ে বারে বার
জেগে থাকা চাদঁ আর ওই রাত
দেখেছে আমার অশ্রু শুধু
বিরহী প্লাবন তোলেছে তোফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু ।
No comments yet