LYRIC
shono boli kane kane
jiboner golpo boli
rater nirjone
kar jeno muchki hashi
kereshilo sob ghum
rupkothar shoto rat
shopner ghore ghureshilam
shudhu du’jonay, dur mohonay.
ekdin ghor vange
cheye dekhi keu nei
nisshongo eka ami
bohudur ojanay.
melate parina kishu
udashi shopner vela
dure veshe jay
nirashar shimanay.
Comments
Translated Version
শোন বলি কানে কানেজীবনের গল্প বলি
রাতের নির্জনে
কার যেন মুচকি হাঁসি
কেড়েছিল সব ঘুম
রুপকথার শত রাত
স্বপ্নের ঘোরে ঘুরেছিলাম
শুধু দুজনায়, দূর মোহনায়।
একদিন ঘোর ভাঙে
চেয়ে দেখি কেউ নেই
নিঃসঙ্গ একা আমি
বহুদূর অজানায়।
মেলাতে পারিনা কিছু
উদাসী সপ্নের ভেলা
দূরে ভেসে যায়
নিরাশার সীমানায়।
Haque
October 1, 2020 at 9:12 am
i was looking for the song . this song was very popular in early 2010 .
thanks for the song.