web analytics

Nesha | নেশা

Tomar Neshay Poira Ami Hoilam Dewana Tomar Jonno Haray Gelo Amar Thikana Tomar Motoi Thakla Tumi Khobor Nila na Tomar Kajol Rongey Rangao Tumi Kar Aangina ? (x2)Aaj Amar Bhetor Jurei Shudhu Neshar Bosobas.. Nesha Hashay, Neshai Kanday Nai Ami Amar Roaj Bikaler Moto Tomay Aar To Dekhi na Ami Amar Motoi Thakbo Bhalo Khobor […]

Ke Koto Dure | কে কত দূরে

Kichu kotha thaake Hridoyer banke Dhulo joma kanche Sukh chobi anke Kichu kotha thaake Hridoyer banke Dhulo joma kanche Sukh chobi anke Kichukhon thaake khoniker tore Shob bhule taake sudhu mone pore Aaj dekhi sudhu pichu phire Giyechi chole key koto dure Ho.. Aaj dekhi sudhu pichu phire Giyechi chole key koto dure Eto kachakachi […]

মায়াবী আলোতে – MAYABI AALOTE

খুব মায়াবী আলোতে, কাছে দূরে সাথে চলো হারাই দু’জনে। ঘোর আবির বিকেলে, আধো ছায়া নীলে রবে একাই এ মনে। ইচ্ছে সবই ভোরেরই রঙে সাজালো দিন রাতে। নীলচে আলো রোদ মনভুলে থেকো কাছে সেই পথে। খুব মায়াবী আলোতে, কাছে দূরে সাথে চলো হারাই দু’জনে। ঘোর আবির বিকেলে, আধো ছায়া নীলে রবে একাই এ মনে। ইচ্ছে সবই […]

Avash – Avash | আভাস – আভাস

কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে ,বোঝেনা তবু এ মন, শান্ত নিবির পথে হেটে কাটে সারাদিন সারাক্ষন শুন্যের পরে খুঁজেছি তোমায়,অসীমের পথে তুমি হও বলে সবে প্রান দিয়েছিল,সবে অনুগামী। তুমি আভাস হয়ে আশা,হতাশা মুখের হাসি… কত আদরে ভালবেসেছি,তোমার ওই মিষ্টি হাসি তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে, পথে যেতে হায় সে ভালবাসায় দুরু দুরু বুকটা […]

বিচার চাই – ফকির লাল মিয়া

Bichar Chai(বিচার চাই) Fokir Lal Miah By শিরোনামঃ বিচার চাই কন্ঠঃ ফকির লাল মিয়া কথাঃ ফকির লাল মিয়া অ্যালবামঃ ৬ নং বিপদ সংকেত ২০১০ সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই, ভালা মানুষের ভাত নাই, আদালতে আইন নাই, কোটকাছারী চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের […]

জোছনা বিহার __ দলছুট l

রাতকে বলি চোখ বুজে তুই থাক যে আসে যায় চমকে সে না যাক রাতকে বলি রাতে আসে কে সাবধানী চোখ রাতকে বলি যে অনেক দিনের অনেক পরিচয়ে আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে চোখ খুলে দেখি কেউ নেই, কেউ নেই । ধরতে গিয়ে হেরে গেছি দেখতে গিয়ে থেমে গেছি হাত বাড়ালে নেই কেউ নেই, একা নিজে […]